মর্দে-মমিন কর্মে-কমিন দুনিয়ালোভী উম্মত,
হাঁকডাকে শেষ হায়দরি-হাঁক -
নেই ঈমানী-হিম্মত!


জাতীর পিতা ইবরাহীমের দুই নসলের দ্বন্দ্ব -
মক্কা-আক্বসা কেবলাতাইনের মূল দরোজাই বন্ধ!
বনী-আদম কোরবানী হয় লাল বাছুরের বদলে,
ডলার চালায় দুনিয়াটা কাবীল কাকার আদলে।


শুনেছিলাম নবীর বাণী -
সকল মানুষ একটি দেহের অঙ্গ;
কাণ্ড দেখে মানতে হবে মানুষ সবাই ভণ্ড।


খোদার কালাম লিখল সবাই নিজের নিজের কিতাবে -
নিজের ভাষায় বুঝল তারা খোদার বানীর মর্ম,
ইচ্ছামত সাজিয়ে নিল আপন আপন ধর্ম!


তারা নানান রঙে নানান ঢঙে উপাসনা করে,
তাদের বাকবিতণ্ডায় যখন তখন বিশ্বাসীরা মরে -
তারা আখেরাতের কিসসা শোনায়,
নিজের পকেট ভরে।


মমিন-মানুষ কমিন-মানুষ বিত্ত নিয়া লড়াই,
আমরা উলুখাগড়া-মানুষ সবাই,
তাদের দেখে ডরাই;
ট্যাঙ্ক কামান আর বোমা-বিমান
তাদের হাতেই সব,
কী পাপে হায় রক্ষা দেয়না -
মোদের দয়াল রব!