এখন মনে করি সেই পুরোনো দিনের প্রেমই বোধ হয় ভালো
ছিল
আজকালের মত আর কোনো মেসেজ চ্যাটিং নয়
সেই পুরোনো খামখেয়ালী চিঠি
সেই পুরোনো রামলক্ষণ সেনের বাড়ির পেছনটায় দেখা করা
সেইসব দিনই বোধ হয় ভালো ছিল
আজকাল প্রেম আর টিকে কতটুকু
সবই ক্ষেতের নষ্ট হয়ে যাওয়া ফসল
তার চেয়ে ভালো ছিল
মরিঙ্গা ফুলের হাওয়া
চুলার তাপমাত্রা বিশেষজ্ঞ প্রেমিক
ভুল বোঝার বায়না নিয়ে খামখেয়ালী পায়রাটা
সবই ভালো ছিল
সেই পুরোনো ট্রাম, মাঝপথে হঠাৎ–ই ব্রিটিশ চুমু
প্যান্টের বেল্ট খুলে পরা ব্রক্লেস
হয়ত কখনও পরে যায়নি ট্রেনের ধারে
কিন্তু আজ…এইদিনে কপাল ছুঁয়ে বেরিয়ে গেছে রোদ্দুর
মেখে নিয়েছি চাঁদের সরষে ছোঁয়াচে মেঘ
তার ভেতর আছে অন্যরকম বিষন্নতা
এক অন্যরকম দুঃখ
হায়…হায়…
তোমায় আমি এই কালে পেয়ে বড্ড ভুল করেছি
যদি জানতাম আগের জন্মেই তোমায় খুঁজে নিতাম
হয়তো তখন তোমার সাথে এত মেসেজ চ্যাটিংয়ে ঝগড়ার
বেড়াজালে আটকে না থেকে কথা হত পোস্টম্যানের
সাবলীলতায়
হায়…যদি জানতাম তোমাকে হারাতে হবে
যদি জানতাম তোমাকে হারাতে হবে আগের জন্মেই খুঁজে
নিতাম তোমায়; আগের জন্মেই সকল যুদ্ধ থামিয়ে দিয়ে
মাথা পেতে দিতাম তোমায়
যদি একবার জানতাম
লড়ে যেতাম তোমায় পাওয়ার জন্য
সমস্ত বিশ্বযুদ্ধের বিপক্ষে ঘোষণা দিতাম নতুন বিপ্লবের
তোমায় খুঁজে নিতাম আমি
হায় যদি জানতাম হারাতে হবে তোমায়
আগের জন্মে খুঁজে নিতাম তোমায়।