পাপের পাহাড় ভস্ম করতে
     আসিল রমজান,
শ্রেষ্ঠ পাওয়া পাইতে লাগাও
    স্বীয় দেহ প্রাণ।
দুয়ারে দেখ চেয়ে তোমার
রহমতেরি মহান জোয়ার
ধরতে পারলে বুঝতে পারবে
    আল্লাহর সে কি শান!


যাহার আজি চুক্ষু বোজা
    মনের দুয়ার বন্ধ,
খামাখা যে করতে চায়
    সরল পথে দ্বন্দ্ব-
হোক সে  ভবের খসরু,
শেষে তার ঝরবে অশ্রু।
সে নিদানে রইবে তার
    শুধু অপমান।