আমি মানুষ তাই পরিবর্তনশীল,
বারে বারে ভুল করি, আর শিখি নিরন্তর।
আমি সামাজিক তবে স্বাধীনচেতা,
সমাজের সৃঙ্খলে হাসফাস করে মম অন্তর।


পরিবর্তনের হাওয়ায়, ভুলের পাঠশালায়,
জ্ঞানের জোয়ারে ভরে ওঠে বুক।।
স্বাধীনতা আমাকে সুখ দিতে পারে না,
সামাজিক সৃঙ্খলে আছে যত সুখ।


আমি মাঝে মাঝেই হাঁপিয়ে উঠি,
সামাজিক দায়বোধের ভারে।
সব ছেড় নিতে যাই স্বাধীনতার স্বাদ,
কিন্তু একি!
প্রহর না গড়াতেই হৃদয় কাঁদে হাহাকারে।