মাস্তুলে দাও টান,
মাঝি,
দোররা মারা ছাড়ো
গতরের বল শান
মাঝি,
দেমাক খেলাও আরোও

অন্ধের নড়ির অবলম্বন তুমি
আমার দর্শনদারি
চোস্ত হাতে খেলাও ভেলা
ওহে,
মস্ত মনের মাঝি

মাঝি,
তুমি জাতির কর্ণধার
সোপর্দ করি মোদের জীবাধার
যেন তুমি সাধিতে পারো
মোদের মঙ্গলাধার।