সবুজে আকাশ


আব্দুল মান্নান মল্লিক


সবুজ আঙিনা পরে দূরের কোনো গাঁয়ে।
বড় বড় গাছের মাথা নীল গগনের গায়ে।।  
আশির্বাদ করে গগন ছুঁয়ে গাছের মাথায়।
তোমাদের হবে মঙ্গল থাকবে সুখী সবাই।।
গ্রীবা উঁচিয়ে বক এখানে কেউ ওখানে।
সমীপে করিছে গমন আহারের সন্ধানে।।  
সাদা সাদা বকগুলো আকাশ পথে বেয়ে।
ধনুকের বাণের আকার উড়ে সারি দিয়ে।।
সবুজ আঙিনার রাস্তায় গুটি গুটি পায়ে।
বুড়ির পশ্চাতে বালক পুঁটলী মাথে নিয়ে।।
ছোট ফুল রয়েছে ফুটে ঘাসের আগালে।
প্রজাপতি উড়ে সেথায় বক্র পথে খেলে।।
খোলা আকাশ তলে চরিছে ক্ষেতে ভেড়া।
কোথাও গাছের তলে বসে রয় রাখালেরা।।
সবুজ দেশের প্রান্তে মিশিয়া নীল আকাশ।
জ্ঞাতিত্বের সম্পর্ক গড়ার পাইছে অবকাশ।।