সেদিনের শেষ সূর্যাস্তে
বসেছিলাম নদীপাড়ে।
খোলা আকাশের দিকে অদ্ভুত ভাবে চেয়েছিলাম
পাখি গুলি দিনের শেষ সূর্যাস্তে বাড়ি ফিরছিল পাখা মেলে।
পাখির ঝাঁকেদের দেখে মনে হয়েছিল ওদের মতন যদি হতে পারতাম
তাহলে উড়ে যেতাম অন্য দেশান্তরে
কতই না ভালো হতো সকলের থেকে স্বাধীন হয়ে বাঁচতে।