সেদিনের কালবৈশাখীর বিকালে
নদীতে এসেছিল বান।
ছেলের দলেরা বিকালের মেঘাচ্ছন্ন পরিবেশে
খেলছিল ভুবন দিঘির মাঠে ধুলো উড়িয়ে হৈ রৈ রৈ করে।
নদী তীর থেকে রাখাল ছেলেরা গরুর পাল নিয়ে যাচ্ছিল বাড়িতে।
তারপর উঠল কালবৈশাখীর ঝড়ে
চারিদিকে একেবারে ঝড়ো হাওয়ায় টাল মাতাল।
ছেলেমেয়েরা আম বাগানে গিয়ে আম কুড়িয়ে
মহা আনন্দে বাড়ি ফেরে সেদিনের সন্ধ্যায়।