আমি হাঁটিতেছি নিশিথের আঁধারে
নিস্তব্দ বেনুবনে
বুক ভরা আশা নিয়ে
এক বিন্দু আলোর সন্ধানে।


যে আলোতে আলোকিত হইবে
বিদ্বেষ ভরা মন
দল-মত,বর্ণ ঠেলে
সকলে হইবে আপন।


প্রতিহিংসায় পুড়ছে সব
আলোচিত নয় সমালোচিত জাতি
অগ্রগতির পথ রুদ্ধ ওরে
মনে ধ্বংস হবার ভীতি।


জনশূন্য সন্ধ্যেবেলা
মেঘা ঢাকা আকাশ
হাঁটিতেছি নদীর তীর ধরে
বইছে দমকা বাতাস


কর্দমাক্ত পা,ক্লান্ত শরীর
হোঁচট খেয়ে ক্ষনে ক্ষনে
চলিতেছি গন্তব্যহীন
এক বিন্দু আলোর সন্ধানে।