হাতির সাথে ফাঁকি যোগে লিখেছে শিয়াল ছড়া
সিংহ -বাঘকে ইঁদুর বানিয়ে নিজে হয়েছে সেরা
হায়েনা-ভাল্লুক,গন্ডারকে ব্যাঙ্গ করে বলে,
"ওরোতো ভাই পিচ্চি ছেলে পুতুল খেলা খেলে"
পান্জাবী ও চশমা পড়ে,খাতা-কলম নিয়ে
লিখবে শিয়াল গাছতলায় নির্জনে গিয়ে।
বানরকে নিয়ে লিখবে ছড়া ভাবে মনে মনে
এমন সময় বানর এসে চুল ধরে টানে
কান বরাবর থাপ্পর দিতে মুখটি হলো লাল
রাগের চোটে বানর মশায় মাথায় ভাঙ্গে ডাল।
ভয় দেখাতে বাঘ-সিংহ আড়াল থেকে ডাকে
পিঁপঁড়াগুলো সারি বেঁধে কানের ভিতর ঢোকে
কেউ কেড়ে নেয় চশমা ঘড়ি খাতা ও কলম
কেউ আবার নেচে বেড়ায় ছিঁড়ে গায়ের লোম।
লেখা হলোনা ছড়া তার,হলোনা খ্যাতি অর্জন
মনের দুঃখে শিয়াল মশায় ছেড়ে গেল বন।



চুয়াডাঙ্গা,আলমডাঙ্গা
১।৮।২০০১২।