সিংহ মশায় অলস অতি সারাক্ষন ঘুমায়
দিনে-রাতে একশো জেব্রা দু'শো হরিণ খায়।
সকাল বেলা চায় তার তিনশো রকম কাবাব
তাই ধীরে ধীরে ভূড়ি বেড়ে মাটি ছোঁয়া ভাব
হঠাৎ শুরু পেটে ব্যামো পেট করে তোলপাড়
অহিসাবি খেয়ে খেয়ে আকাশচূম্বী পাহাড়!
বনের কেউযে ভেবে পায় না এ কিযে হলো?
তবে কি সে আকাশসম পাহাড় গিলে খেলো!
বাঘ বলে,ডেকে আনো বদ্যি কিংবা ডাক্তার"
হায়েনা বলে,বাদ দাও চিন্তা কর যার যার।"
ভাল্লুক বলে,দেখতে পারিস পেটে লাগিয়ে কল
ঢুকেছে কি বুনো গরু কিংবা হাতির দল"।
শুনছে শিয়াল সবই চেয়ার পেতে বসে
মুখ লুকিয়ে মিটমিটিয়ে হেসে
বলে,হয়ত তারভূতে ধরেছে কেউ মেরেছে বান
ফুঁলে-ফেঁপে ভূঁড়ি ফেঁটে বেরিয়ে যাবে জান।