আমি অতীতকে বিদায় জানাতে চেয়েছিলাম
শুধু বর্তমানকে নিয়ে ভাবতে চেয়েছিলাম
যাদের সাথে পরিচিত ছিলাম, মিশতাম, চলতাম সকাল-সন্ধ্যা
তাদের ভুলে বর্তমানের অতিথি হতাম
কিন্তু, হচ্ছে না।


আচ্ছা, অতীত আর বর্তমানকে কি আলাদা করা যায়?
আমি পারছি না, হচ্ছে না!
খরস্রোতা নদীর মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছে অতীতে
অতীত থেকে অতীতে!
পারছি না সামনে যেতে, পারছি না বর্তমানে স্থির থাকতে
অনেক কিছু পারছি না, এত না পারা নিয়ে কীভাবে মানুষ বাঁচে?
সময় আমাকে তাড়া করছে, আমাকে একা ছাড়ছেই না।


দৌড়ে দৌড়ে হাঁপিয়ে উঠেছি; কিন্তু, সময় আমাকে ছাড়ছে না
আমি সময়ের সাথে পেরে উঠছি না
পৃথিবী যদি আমাকে একটা সুযোগ দিত! সব ভুলে একা চলার
আমি নতুন করে শুরু করতাম, বাঁচতাম আবার
এই মৃত্যু ভালো লাগছে না, কে না চায় বাঁচতে!


নতুন ভোর হতো! দিন শেষে তখনও বিকেল আসতো
খুব ভোরে উঠতাম, ন'টায় ঘুমোতে যেতাম
বিকেলের প্রেম, সন্ধ্যার ভালোবাসা সব বাসতাম আবার
ফেলে দিতাম নমি-টাফনিল-ইমিস্টেটের সবগুলো পাতা
প্রেসক্রিপশনের পাতাগুলো জ্বালিয়ে গা গরম করে নিতাম
বিনে পয়সার জ্বালানি করতাম স্মৃতি ও স্মারক ।