ভাবনা ও সুচিত্রা::
এই ভাবে লিখতে লিখতে শুরু হয় সুচনা,
যদি লেখা হয় কাগজে ঠিকানা,
যদি কবি জসিম উদ্দিন হয়ে,
লিখতে শুরু করি তার অনুসরনে।
একজন কবির স্পর্শে শত কবির জন্ম,
নগ্নতার আবেগে তার পাশে জড়িয়ে।
মানুষ যেন তাকে দেখে ওই আসমানের নীল পরিরূপে।
খোশ আলাপে বেগুনি শাড়ি পরে,
মিটির মিটির হাসি।
টেলিফোন ও মোবাইল ফোনে আলাপ সারাক্ষন।
সে শুধু কল্পনার মানুষের মাঝে আপন করে,
ক্ষনিকের সময় কাটিয়ে যা ভাবনাচিত্র।
একদিন তার স্পর্শে হয়ত শতভাগ পুরোন হবে।
ছোট কবির স্বপ্ন।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে
নবেলে ও প্রবন্ধ তে।
কাটাতে হবে সময় ও জ্ঞানের আহরনে ভ্রমণ।
প্রশ্ন করলে উত্তর পেয়ে সুখ হবে স্বপ্ন,
শত হাজার কবিতা লেখা যাবে ভাবনা তখন।
কবি আঃরাজ্জাক।