বর্ষাকাল-বৃষ্টি


বর্ষাকালে বৃষ্টি নামে
টাপুর টুপুর শব্দ শুনে
কবির খুব ভাল লাগে।


জানালার কাছে দাড়িয়ে বৃষ্টির শব্দ
উকি মেরে দেখি আকাশ ঐ মেঘাচ্ছন্ন,
গুড়ি গুড়ি বৃষ্টি নামছে জানালা খুলে
রোড ঘাটে পানি আর রিক্সাগুলো।


মতি মিয়া দাঁড়িয়ে আছে ছাতা হাতে,
কালু মিয়া চলছে শ্বশুর বাড়ী
মিষ্টি দই,সন্দেশ আর ফল-ফলাদি নিয়ে।
শাশুড়ি হাতে দিলেন শশুর কে নিয়ে।
বড়ই খুশি জামাই কে দেখে,
বৃষ্টির দিনে সূর্য়ের আলো মেঘে ঢাকা,
শালক-শালিকা দোলাভাই কে জড়িয়ে ধরে,
বর্ষাকালে বৃষ্টি নামে।


রাতের জেীৎনায় জোনাক জ্বলে,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে।