একুশ আমাদের বিশ্বাস
একুশ মানে চেতনা।
একুশ মানে স্বাধীনতা।
একুশ আমাদের অহংকার।
একুশ মানে মায়ের ভাষা।
একুশ মানে মানত না করা
একুশ মানে রক্তিম সূর্য।
একুশ মানে গর্ব
মায়ের ভাষায় কথা বলা।
রাভাষা বাংলা
স্বাধীন ভাষায় কথা বলা।
রফিক, সফিক, বরকত, সালামসহ
শহীদের তাজা রক্তে রাজপথে
ভাষা শহীদের রক্তে
প্রাণ দিয়েছিল রাজপথে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে
অফিস, আদালতে, গ্রামে গঞ্জে-
মায়ের ভাষায় কথা বলা
রাষ্ট্রভাষা বাংলা।
পুস্পার্ঘ্য অর্পণে শহীদ মিনারে
ত্রিশ লক্ষ শহীদের স্মরণে সশ্রদ্ধ সালাম।
'আমার ভাইয়ের রক্ত রাঙানাে একুশে ফেব্রুয়া
আমি কী তা ভুলিতে পারি?
“অমর একুশে ফেব্রুয়ারী *।
মায়ের ভাষায় কথা বলি
মাতৃ ভাষা বাংলা।
"অমর একুশে"।