শীতের দিনে শুকনো পাতার উপরিতলে
শিশির বিন্দু দিয়ে ভিজে জায় সবি
ভিজতে দেয় না নিচের পাতাটিকে
যে কিনা আছে এক মায়ার বাধনে।।


দিনের একটু আলতো আলোয়
শুকিয়ে যায় আবার পাতাটি
কিন্তু জমিয়ে রাখে উষ্ণতা
নিচের বন্ধুটির জন্য।


নিজে পচে গিয়ে বাচালো
নিচের সেই পাতাটিকে,
কিন্তু সে কি জানে?
তাকে ভাল রাখতে তারি উপরিতলে থাকা পাতাটি
গিয়েছে পচে।।


একের জন্ন্য অন্যেরা করে অনেক কিছু
সবাই কি তা মনে রাখে
যাদের জন্ন্য পেয়েছে ভাল থাকতে
তাদের কেই তারা ঘ্রনা করে।


বোকা মানুষ বুঝেনা কেউ
রাস্তার ওই ময়লা নিয়ে যাওয়া লোকটিকে
একটু সম্মান দিতে।।