আমি তাহাকেই ভালবাসি
যে নিজে না খেয়ে পরকে খাওয়ায়।
আমি তাহাকেই ভালবাসি
যে নিজের শুখ বিলিয়ে দেয় সবার মাঝে।
আমি তাহাকেই ভালবাসি
যে কিনা রাতে আধারে মগ্ন থাকে মানব সেবায়।।।
আমি তাহাকেই ভালবাসি
যে রাস্তার উপর পরে থাকা কাটা টা সরায়।।
আমি তাহাকেই ভালবাসি
যে তপ্ত দুপুরে মাঠে ফসল ফলায়।।
আমি তাহাকেই ভালবাসি
যে ভালবাসে মানব সেবায়।
আমি তাহাকেই ভালবাসি
যে নিজের ধন বিলিয়ে দেয় সবার মাঝে।
আমি তাহাকেই ভালবাসি
যে দেশের জন্য জীবন দেয়।
আমি তাহাকেই ভালবাসি
যে চায় সবার মঙ্গল।
আমি তাহাকেই ভালবাসি
যে সেবা করে পরের অসুখে।
আমি তাহাকেই ভালবাসি
যে গান গায় মানব ধর্মের।
আমি তাহাকেই ভালবাসি
যে মরে গিয়েও রেখে যায় তার কৃতি।
আমি তাহাকেই ভালবাসি
যে নিজে কেদে অন্যকে হাসায়।
আমি তাহাকেই ভালবাসি
যে   চাষা, মাঝি, কুলি।।...  
continue.......