ডিজিটাল বাংলাদেশে হচ্ছেটা কি!
ভাবছি বসে বসে,
চারদিকে ঘটছে এলাহী কান্ড
অংক কষে কষে ।
কুইক রেন্টালে কুইক লুটপাট
চলছে দেদারসে,
প্রমান থাকলেও দুর্নীতি হয়নি
দুদক বলছে শেষে।
শিক্ষাঙ্গনে চলছে ত্রাসের চাষ
বাড়ছে শিক্ষিত সন্ত্রাস,
কারো হাত, কারো পা
কারো জীবনের নাশ।
প্রতিটি পরীক্ষায় প্রশ্ন ফাস
জাতি যাচ্ছে রসাতলে,
কে করবে প্রতিরোধ তারে
ডিজিটাল মামার ছায়াতলে ?
পুলিশের কাজ অপরাধী ধরা
সেই পুলিশি অপরাধী,
পুলিশের তদন্ত পুলিশে করে
পুলিশি হয় বাদী।
সত্যি বলে গরম হলে
দেশে থাকা দায়,
হামলা মামলায় ঠাণ্ডা হবে
রিমান্ডের কঠোর ডাণ্ডায়।
শাসনের নামে শোষণ চলছে
গনতন্ত্রের নামে প্রহসন,
মুক্তিযোদ্ধের চেতনা ধুলোয় লুটানো
কাঁদে শহীদের মন।
বিবেকের ভারে ভাবি বারে
চাইনা এমন দেশ,
কবে পাব শক্তি, পাব মুক্তি
সোনার বাংলাদেশ।
                                      রচনাঃ ২৬/১১/২০১৪
                                           লন্ডন