কবি কিম্বা লেখক নয় হে, কোনু আমি,
বিবেকের তাড়ায় লেখি সত্য যাহা জানি,
লেখতে যদি ভুল হয় মোর প্রভূ, ক্ষমা দিয় করি,
অল্প শিক্ষা ভাঙ্গা কমলে নিয়েছি কাগজ ধরি ।


ভালোবাসা প্রেম বিরহের নিখোত কথা,
জানাতে চাই সবাইকে আমার মনের ব্যাথা,
যে চায় সে পায় না কোনু দিন ফুলের মালা,
পথের ফুল আপথে ফুটে হয় নদির ভাঙ্গা গড়া ।


চাওয়া থেকে পাওয়া বড় মনের নিশা বড় স্বাধ,
জীবনের ডায়েরীর খাতায় লেখা হয় কত ফাদ,
চাই যত সুখ মিলে তার চেয়ে শত বেশি  দুঃখ,
মিলনের স্বাধ মধুর হয় দেখে প্রিয়র হাসি ভরা মুখ ।


সাধনার পাতায় আমার আমাকে খোজি সত্য পথে,
সকল ব্যাথা যন্ত্রণা কষ্ট কে জয় করি সরল মনে,
দুঃখি নয় মনে সুখে নাই বলে যা পাই প্রভুর বিচারে,
সবার দুঃখে কান্দি আমি, ও মোর প্রিয় দোয়া কর মোরে ।