যে পথে হাঁটি যে পথ দেখি
সেই পথে মোরে মারে লাথি
কত কাটা কত বেকা কত জালায় পড়ে
এগুতে চাই ভাই সৎ স্বপ্ন দেখে।


কেউ করে হিংসা কত কেউ মন্দ ভাবে
আমার শরল মনে সবাইকে আপন বলে
কে কি বলে উত্তর দিবার নাহি আসে
আমি কে কেমন ওদের আসে না বুঝে।


শত সৎ চেষ্টা আমার যায় ব্যর্থতায় ভরে
আলোর পথে অন্ধকার নিত্য কেনও জ্বলে
বিষম কষ্টে মনে আঘাত আসে ব্যর্থতার দায়ে
কি করি ভাগ্য বদলি দায় কার বুঝিয়ে না চলে।