জীবনের বেশ খানিকটা সময়
লাগতো সবই ভাল,
আজি সেই আমিই আছি, তবু
লাগাটা হারিয়ে গেল।


চোখে যা দেখেছি, যা ছুঁয়েছি
সবই ছিল রংগের মত,
না, দেখা স্বপ্নেরা মিথ্যে আশে
হৃদয়টা ছুঁয়ে যেত।


চিন্তা, চেতনা আর অনূভূতির
সবটায় দুর্বার প্রত্যাশা,
পেতেই ক্লান্তিহীন চেষ্টা, সাধনা
ঘেষতে পারেনি হতাশা।


সেই আমি, সেই দেহ, সেই মন,
ভাবের স্বপ্নরা গেল চলে,
পাপ পঙ্খিলতার সাগরে আমার
কাটে দু’চোখের জলে।


মিথ্যে প্রত্যাশা, মিথ্যে সব প্রাপ্তি
সবই যেন মরিচিকা তুল,
বয়সের সন্ধিক্ষণে, বুঝেছি আজ
জীবনের সবটাই ভুল!