নির্ভীক, সাহসী প্রত্যয়দ্বীপ্ত সিরাজীর নীড়ে,
ঝাঁকড়া কোকড়ানো মাথা ভরা চুলের ভাড়ে
কৌতুহলী দৃষ্টি নীল দিগন্ত পাণে,
সাম্য, মৈত্রীর সুর উঠছে গুণগুণে
উৎসুক অজস্র জনতা নিয়েছে তাকে ঘিরে
জানতে চাইলাম কবে আসবে তুমি ফিরে ?
ভারী কন্ঠে নজরুল কয়, মোরে দিছো ছেড়ে,
লজ্জায় চোখে নামিল জল,
সে কারণে হারিয়েছি বল।
জন্ম দিন কিংবা মৃত্যুর দিন আসিলে,
কেটে গেলেই থাকে না , আর দিলে।
দুরন্ত, দুর্বার, বিদ্রোহী কালজয়ী নজরুলের সুর,
কবিতা আবৃতিতেই বন্দি সে, যায় না বহুদুর!