জ্ঞানের কদর শিখে তুমি
হবে অনেক বড়,
সে জ্ঞানেই খোকা, খুকু
তোমার জীবন গড়।


শিক্ষার মানে হলো, দেহ,
মন, আত্নার বর্ধন,
পড়ালেখা নহে শুধু, গাল
মুখের চর্বিত চর্বন।


পাঠের গুণে বাড়বে বুদ্ধি
খুলে যাবে মন,
দেহের ছুরুতে ফুটবেই
চাঁদ, তারা যেমন।


তারকা রাশির মিটিমিটি
চাঁদের স্নিগ্ধ আলো,
দেশ গড়তে খোকা, খুকি
জ্ঞানের শিখা জ্বালো !