ভোরের জানালা দিয়ে মায়াবী আলো এসে তোমার মুখ,
তোমার চুল ছুঁয়ে গেছে কখন!
ঘুম চোখে কবিতা হয়ে এসেছ তুমি আজ এই কাকভোরে।
পিছনে  জমাট  অন্ধকার মুছে দিয়েছে তোমার রঙীন  অতীত।
তোমার ভেজা ঠোঁটে চূর্ণ -বিচূর্ণ হয়েছে সব পার্থিব  অভিমান!


লাল-কমলা পর্দা সরিয়ে সূর্য মেতেছে
যেন প্রথম প্রেমের অনুরাগে।
শিশির ভেজা শস্য ক্ষেত ছেড়ে ,
ধবধবে বকেরা পাখা মেলেছে তাই আজ মৈথুন উল্লাসে!


কেটে যায় দিন, যেমন কেটে গেছে সময়
এই পৃথিবীর বয়সী মেয়ের মত।
কত শত অনন্ত কাল এই ভাবে তবু রয়ে যাও তুমি,
শুধু তুমি, কি অমলিন যুগান্তের প্রতিক্ষা পেরিয়ে,  
জীবনের এই নিঃশব্দ  নৈসর্গিক আয়ুহীন ভালোবাসায়!


জানো কি প্রতি জন্মে তোমায় দেখেছি নরম আলোয় ঠিক এই ভাবে  আমি।
আর প্রতি মরন সাথে নিয়ে ক্রমে বিস্মৃতির কুয়াশায় ঘিরে,
তোমায় আরো নিবীড় করে পেয়ে।