একটি রাত কেটে গেছে নিরালায়
অভাবী হৃদয়ে বেঁচে থাকা মেহেস্বাদিনী চিত্রকলায়।
আকাশ ছোঁয়া স্বপ্নের ভিতর জেগে আছি
বিরহের মস্তিষ্কের আলো পৃথিবীর দার্শনিক পথে বেড়ে ওঠে বিতৃষ্ণার জঠরে।
থেকে যাওয়া বর্ণাঢ্য আয়োজনে বর্ষসেরা বাতাসের গতিবেগ ঘণ্টায় ঘণ্টায় বাড়ে।


একটি রাত কেটে গেছে নিরালায়
উদাসী স্বপ্নের দীঘলকালো দৃশ্যপটে রংধনু উদিত বিবাক সংগ্রামের ইতিহাস মানুষের দ্বারা রচিত বিভট্ট।
শব্দের মিছিলে সীমাবদ্ধতা নেই
রঙে রঙে রাঙিয়ে ওঠা সূর্যের উত্তাপে নিষিক্ত অকপটের সেয়ানা বিপ্লবীর বয়স বাড়ে।