চেতনার গভীরে আছি রঙ বেরঙের অস্তিত্ব
চোখের চাহনীতে এই গ্রীষ্মের দহনের দিনে মিলেমিশে থাকা
থাকি না কিছুক্ষন শহরের রাজপথে মিছিলের সন্নিকটে
বিবেকের দেশে স্বপ্নের বশে।


মেঘ ভেসে যাওয়া দুপুরের আকাশে
দেখেছি চেতনার মুখ ভালোবাসা দিয়ে।
প্রেমের টানে সাগরের বুকে ঢেউয়ের বিভীষিকা
হৃদয়ের রক্তের স্রোতে ভেসে যায় পরিযায়ী পাখির ভেনকিরক্ত ডানার রৌদ্রের গন্ধ।
জানি - ধূপের আগুনে যাদের ঘর জ্বলে গেছে তারা আর ধূপ জ্বালানোর মতো দৌলধ্য কাজ করতে সাহস পায় না !!


ঘাসের ডগায় শিশিরবিন্দুর তিরক্তা
ধুয়ে মুছে দিতে পারে না সমস্ত হৃদয়ের ঋণ
পরিশোধ আছে মুর্ছতা আছে
এক রঙের চোখে বিবর্ণ রঙের রঙ মাখামাখি হয়ে
শহরের পথে শূন্যহাতে দাঁড়িয়ে দাড়িগোঁফ ভরা ছেঁড়া ময়লা পোশাকে এই গ্রীষ্মের দহনে পীচগলা রোদে খালিপায়ে যে পাগলটি মিছিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে
সেও একদিন প্রেমিক ছিল নতুবা আমরা তোমাদের মতো এক সাধারণ মানুষ ছিল
জানি না কি কারণে সময়ের ব্যবধানে সমস্ত কিছুই বদলে গেল তাঁর জীবন থেকে।
হয়তো এই পৃথিবীর পথ থেকে চিরতরে হারিয়ে যেতে চেয়েছিল
ঈশ্বরের করুণ কৃপায় সে আজ উন্মাদ উদ্দত উদাসীনতার পথিক।।