একটি আস্ত শামুকের চলার পথে কতটা এগিয়ে গেলাম
জানি না !
মস্ত বড় চাঁদ মাথার উপর থেকে হারিয়ে গিয়ে
এক অজানা মহাকাশে স্থান পেয়েছে।
কোটি কোটি মানুষের চলার পথে দুঃখ থাকে
পাখিদের ডানার ঝাঁপটায় বেদনা থাকে অঢেল
সমস্ত সতেজ ফুলের সুরভী উষ্ণ মরুভূমির অভ্যর্থনা শুষে নেয় তবুও মানুষের হৃদয়ে অজস্র দুঃখ থেকে থাকে।


পৃথিবীর মৃত্যুহীন চেতনা থেকে উঠে এসে মানুষ বাঁচতে চাই ঢের বেশি
বিলাসিতায় নয় বরং বিরামহীন প্রচেষ্টায় আহত শামুকের খোলকের রোদে।
মাটির অট্টালিকা আর চোখের নিদ্রাহীন উপাসনা মিলিয়ে কবিতার জন্মভূমি থেকে এক চিমটে মাটি নিয়ে জীবন গড়ি পৃথিবীর ভালোবাসার সৌহার্দ্য দিয়ে।


শামুকের চেয়েও ঢের বেশি সংকটে পুড়ে যায় সভ্যতার নিদর্শন
বানডাকে সাগরের বুকে ঢেউ ওঠে নীহারিকার পতনে
তবুও এই চলার পথে অঝরে ঝরে যায় জীবনের জীর্ণ পাতা আর হারিয়ে যাওয়া স্মৃতিঅধ্যায়।।


  © Copyright Reserved
         31.12.2023
       Abhijit Halder