রিমঝিম্! রিমঝিম্!
আকাশটা সারাদিন-
মেঘে মেঘে মনে এল বরষা।
কাজ ফেলে দুরভাষ-দুপুরে,
চুপকথা আঙুলের বার্তায়,
চোখ ভিজে ঘুম ঘুম পলকের -


কাছে নাই,তবু যাই,
তোমায় যে আরো পাই,
সময় কে পিছে ফেলে আসতে।
তুমি ছিলে, আমি আছি,
তোমাতেই আজো আসি,
সুর তুলে রিন্ টিন্ নুপুরের -


মনে আজও রাখি আশা,
ভালোবাসা পায় ভাষা,
স্বপ্নেতে ভেলা, নিয়ে ভেসে যাই,
এই বাদলের ঝির্ ঝির্ বাতাসের-


আজ নেই,ছিল সেই,না বলা কত কথায়,
বৃষ্টির ফোঁটা, একা জানালায়।
স্মৃতি আঁকে জলছবি,ফেলে আসা পৃথিবীটা,
ঝরে যায়, চুপ চাপ বিকেলটা মনখারাপের -