তোমরা সবাই দিয়েছ বিদায় আমাকে।
ঐ বকুল বিছানো পথের ধারে
মুক্ত নদীর যে স্রোতে বয়ে চলে খেয়া,
তারই এক কূলে শায়িত আমি আজ।


মৃদু হাওয়ায় দুলছে গাছের পাতা।
এই রকমই এক সন্ধ্যায় অনেক উষ্ণতা নিয়ে
হাতে হাত রাখতে গিয়ে তুমি বুঝে ছিলে
মৃতের মত কী ভীষণ শীতল আমার হাত!


জীবনের গন্ধমাখা আঁচল,এই চোখের জল, আশা,
মুছে নিলে তুমি এক লহমায় তাই।
অভিমানের আর কোনো দীর্ঘশ্বাস আমার পড়বে না বলে।
জানি রুপকথার সেই চোখের তারায়
তুমি চাইবে না কোনোদিনও আর আমায়।