কেন তুমি হলে না ওরকম
যেমন মেলে ধরেছিলে নিজেকে
সেই প্রথম দেখার দিন!


বাইরে কাট ফাটা রোদ্দুর।
বৃষ্টি এসেছিল তবু, শুধু আমাদের জন্য সেদিন।
ধবধবে সাদা পায়রাও এসে বসেছিল
রোজকার মধ্যবিত্ত কর্ণিস ছেড়ে গাছের ডালে,সংসারে এই প্রথম!


প্রথম দেখার দিন,
ঠোঁটে হাসির ইশারা ছিল সেদিন।
ঘড়ির ডায়াল হিমশিম খাচ্ছিল সময় ধরে রাখতে চেয়ে।
বালি হাঁসের বিভঙ্গে সন্ধ্যা নামছিল আকাশে।
একটু একটু করে, যেন প্রথম স্বাধীন।


জীবনে ভালোলাগা কত ভালো,
আর ভালো থাকা কেন আটপৌরে!
ভালো থেকে বুঝি আর মেলে ধরা যায় না
যেমন ছিলে প্রথম দেখার দিন।
আজ তুমি এক অন্য মানুষ,
ভালো থাকার সংসারে বিলীন।