বৃষ্টি থেমে গেছে এখন।
চরাচর পড়ে আছে, শান্ত:
ঝরা ফুলের মত।


মাঝি নৌকা বয়ে চলে গেছে,
রামধনুর ঐ পারে,
যারা উৎসবে মেতে ছিল তাদের নিয়ে অনেক দুরে।


দোয়েলের একটানা তীক্ষ্ণ শিষ মনে করায়,
বর্তমান পৃথিবী, স্বার্থ আর সময়।
ঘাটে জল খাওয়ানো বাঁশ পোক্ত হচ্ছে ধীরে।


দল বেঁধে শিশুরা ব্রতচারীর ভোরবেলায়।
ওদিকে বেলা গড়িয়ে প্রৌঢ়তায় ঢলছে মানুষ।
চতুর্দোলায় কনে সংসারের সাতপাকে।


সন্ধ্যা আরতির তারা উঠেছে আকাশে।
অফিস ভাঙছে শাটল্ এর ব্যস্ততায়।
রোজ কোলাহল একটু থেমে,জ্বলছে চিতা,হাওয়া খই উড়ায়।