কি এসে যায় আজ!
কেন মনে নিয়ে চলা আর সব অভিমান ভার।
ভুলে যেও গানের স-ব কথা,
ভুলো নাকো সুর কিছুতেই।
সুরের স্রোতেই ভেসে চলে যেতে হয়
বিস্মৃতির বৈতরণী বেয়ে একদিন।
অন্ধকার আকাশে উল্কার হস্তাক্ষরের মত এ জীবন-
মুছে যাবে নির্দয়ে: নির্দেশনার সব ছায়াছবি,
প্রেক্ষাগৃহ ছেড়ে একদিন মন শুধু একা একা ছুটে যাবে
ভোরের কোমল বাতাসে ডানা মেলে এক অনায়াস অজানায়।
সাগর যেমন করে সৈকত তার, পা এর ছাপহীন অমলিন।
ফিরে তাকিও না পিছনে আর,
ওরা যে ব্যস্ত পৃথিবীর গুঞ্জনে,
না শেষ হওয়া কত কথায় ...
জোনাকি-রাত নিয়ে,বুক বেঁধে এখনোও অনেক আশায়