মোমবাতি মিছিল তো অনেক হল।
রাজনৈতিক ভাবে নির্ভুল কথা কবে থেকে আমরা বলব না আর!
আসুন আমরা সত্য কে এবার দেখি চোখে চোখ রেখে! না তো কবে আর?
যা কিছু আছে ভড়ং আর সম্প্রীতি রক্ষার নামে কৃত্রিম ফুসফুসের ফিস্‌ফিস্‌ ফুস মন্তর,
তা নিয়ে থাকুক শুধু রাজনীতির মানুষেরা।
আহা! ভোট যে ওদের বড় বালাই!


আমরা এবার সত্যকে দেখি ভিতর থেকে।
আমরা এবার নির্ভয়ে নিই আসল নাম 'নির্ভয়া'র।
আমরা ধর্মের নাম এড়িয়ে গিয়ে বলব না আর:


"আতঙ্কবাদী,সাম্প্রদায়িক হিংসার কোনোও ধর্ম নেই।"


যে দেশে সাংবাদিককে কে গুলি খেতে হয়,
কিশোর কে তার পছন্দের গো মাংস খেতে গিয়ে প্রাণ দিতে হয়,
সেই 'নলি-কাটারের' ধর্ম তো আছেই! নেই আবার?


যে সিরিয়ার আকাশ অন্ধকার করে রাখে বারুদে বারুদে,
নারী শিশুদেরও দেয় না ছাড়,
তার কি ধর্ম নেই আর!


যারা কাশ্মীরে নিরিহ পন্ডিত সম্প্রদায় নিধন করে জিহাদ করে,
তাদের কি নেই? ধ-----র্ম?


"শুধু নেই আজ মানবিক অধিকারের ধর্ম আর।"


তাই আমরা ভয় পাই নিজ নিজ ধর্মের ঐ বেনোজল কে চিহ্নিত করে,
ছুঁড়ে ফেলে দিয়ে বলতে:


"হ্যাঁ, ওরা আমাদের ধর্মের কলঙ্ক হিসাবে চিহ্নিত হোক মানবতার ইতিহাসে"


তাই পীঠে হাত বোলাই বারে বারে,
করে যাই সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষার নামে এই অতি নাটক।