বর্ষার এই মৌসুমে
আজ শরৎ কালের ছোঁয়া
দেখছে সবাই দু চোখ মেলে
নীল আকাশের মায়া


মেঘের ভেলা ভাসছে হেলায়,
নীল দুপুরের নির্জনতায়
রোদের গরম হার মেনেছে
দুধ মেঘের ঐ দূর সীমানায়


যেন অনেক জমা ভালোবাসা
আজ নিয়েছে ডেকে তোমায়!


কার কথা তুমি ভাবছো বসে
একলা-এ-ঘর মনে
যেন নীল মিশরের নীল নদ
এই নীলচে আকাশ জানে।


তোমার যে মন সুর তোলে প্রাণে!
ঐ বর্ষা রাগিণী মীড়ে
একলা তখন হয় যে মন
সকল মেলার ভীড়ে।


এই আকাশেই জমবে মেঘ
ঝরবে কত বারি
তুমি কি তখন ভাববে বসে
প্রেমের  কথা তারি!


তখন মেঘ দূত  মেঘ নিয়ে যদি
আবেগে ভেজায় তোমায়
রাখবে আঁচল ছায়ায় ধরে
মনে কি রবে আমায়।