শ্রাবণের বন গেয়ে গেছে গান মেঘমল্লার কোন তানে,
সেদিন ছিল মেঘলা মনের এমনই একদিন।
তোমার পথচলা শেষ সময়ের সাথে সময় কে নিয়ে প্রাণে,
কাঁদিয়েছিলে বাজিয়ে তোমার একলা নিরব বীন।


স্মৃতি-ঘন-মন, পরশে বরষে ভিজে আছে,
তাই অশ্রু ধারায় নত।
ক্লান্ত পায়ে চলে কত এ পথ গিয়েছে,
দূর গগনের পারে সন্ধ্যা তারার মত।


কত স্নেহে, কী মায়ায় তবু এ সংসার ঘিরেছিলে জানো তুমি,
জীবনের রূঢ় বেদনায়, অবিরাম সংগ্রাম সয়ে সয়ে!
অভিমান যত কষ্ট অনেক, চলে একলা পথের নিরব কর্মভূমি,
হাসি মুখে ভুলে দিনের প্রহার, কী ব্যথায় দিন দিন ক্ষয়ে ক্ষয়ে!


দেখ তাই আজ :
বনে শ্রাবণ এসেছে গাইতে ফিরে মেঘমল্লার রাগে গান।
ঘুমাও এবার মেঘের আবেশে, চির নিশ্চিত ঘুম, তুমি হে অমল প্রাণ।



*  আজ বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী তে।