গ্যহেরে চ্যহাত তোহাঁরে আঁখ লো -
সজল মেঘ বারিছে,
সুজল শ্যামলা তোহাঁরে আঁচল -
আসমানে উড়িছে।


বারিস বিন্দু সিন্ধু জল,  
হীমেল শীতল মিলন শ্বাঁসে,
মাতিল মীন মিথুন উচ্ছল,
জীবন তরঙ্গ বন্দীশে।


হাওয়া হাওয়া তীর ছুটিল,
বন বিতান হরষে,
মনের গহন কূল ছাপিলো,
আমারো মনের বরষে।


শুনো শুনো হামারে সজনী তুমারে কেশ মেঘ মানী,
যতনে রাখিও প্রেম রতন তুমারো হৃদয় পিঞ্জরে।