কবে বর্ষার মেঘ গেয়ে গেছে গান!
তানপুরা তার ছিঁড়েছিল কবে!
কেন ভুলেছিল তান?
কবে সুর হাসি নিয়ে প্রাণে বেঁচে ছিল সে,
মায়া তবু তার মুছে গেল কেন শেষে!
কেন ঘরে ফেরা হলনা তার আর,
ক্লান্ত পথ পায়ে নিয়ে দিনের কিনারায় এসে!
কবে ঝিঁঝিঁ এসে একটানা মনে ডেকে গেল তাকে!
নিরবতা শুনলো না কেন,
কান পেতে আজ কোনো অভিমান?
জীবনের সব ঘাট পেরিয়ে এসে,
বুঝি অন্ধকার মৃত্যুর মত হীম নিবীড় হয়।
সোহাগের মত লেগে থাকে, শরীরে মেশে।
কত পথ চলে নক্ষত্রেরা আরো প্রাচীন হয়!
কেন ছায়াপথ ঘুরে যায়,
একদিন সবকিছু ছায়াময় করে!
এই পৃথিবীর সময় তার চলে যায়।