আখ্যান গল্পের উপাখ্যান

শব্দের পর শব্দ যেমন।

ফেন ভাতে বুদ বুদ শব্দে

কোন এক ছায়া মূর্তি উড়ে,

আচমকা ঘুম জাগা ঘুমে

হেঁটে যাই রেখা বরাবর।

সেই মুখ রীতি সিদ্ধ নয়;

যে মুখ মুখোশের আড়ালে,

ঢাকা পড়ে আছে জোছনায়।