জলে তো নামতেই হবে।

একদা,
খেয়া পাড়া পাড়ে নৌকা
চলেছিল,
এখন মরা গাঙেও ওঠে বান।
এখানে জোছনার জলে
লুটোপুটি খায়
টেংরা-পুঁটি,বৈরালী...।
জানি,তুমি ভালো মাছ শিকারী!

জলে তো নামতেই হবে।

কাঁচা হলুদ খুঁটে খুঁটে খাও,
নিসিন্দা পাতার বড়ি খাও
জ্বর হলে!
গামছা দিয়ে মাছ ধরবে যখন
তবে চলো
তিস্তা নদীর জলে...।

জলে তো নামতেই হবে।

-------
---