রুদ্ধ শ্বাসের একটি দিন শেষে
ক্লান্তির ঘুমে
সেলফিবাজী মন।

অখন্ড শাসনের দৌরাত্ম্যে
মনের ভিতর উঁকি দেয়
কুয়াশার আস্তরণ।

মেঘে মেঘে কালবেলা!

বাড়ে দেনা দিন দিন!

ডুবে গেছে শস্য ক্ষেত
সেই ভিটে মাটি;
আজকাল শুধু স্মৃতির
জাবর কাটি!

-------
---