এযেন এক অবিরাম খিদে,
কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক-একটা দিনের খিদে।
ঝাপসা রক্ত চক্ষু নিয়ে দিন শুরু হয় তাদের,
প্রস্তুত হয়, অমূল্য একটা দিন উৎসর্গের নিমিত্তে,
সময়ের সাথে দম বেরনোর লড়াইতে নামতে হয় তাদের,
ছুটতে হয়, ধুঁকতে হয়, দৃষ্টি মাটিতে রাখতে হয়।
দেখাতে হয় ভাল আছে, দৃশ্যত ভাল আছে,
কিন্তু,
এযেন এক অবিরাম খিদে,
কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক-একটা দিনের খিদে।


সূর্য কখন উঠল, কখন গেল, কখনইবা বৃষ্টি নামল,
কেইবা খোঁজ রাখে।
হয়তো শুকাতে দেওয়া কাপড় গুলো ভিজবে,
অথবা রিক্সা ভাড়া বাড়বে, এই চিন্তায় মত্ত।
এযেন এক অবিরাম খিদে,
কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক-একটা দিনের খিদে।
এবার ঠিকানার বিছানায় ফেরার পালা,
আকাশ সম প্রতিযোগীর সাথে বাসে ওঠার পালা,
কেউ হয়তো তার ঠিকানায় ঝুল বারান্দায় অপেক্ষা করবে,
“বা” করবে না।
জীবন এমনই যাবে কালের গহ্বরে ,
আবার একটা নতুন দিন,শুরু হবার অপেক্ষা।
এযেন এক অবিরাম খিদে,
কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক-একটা দিনের খিদে।