শহরে দুপুর, আমার চাদর,
রোদ্দুর আর রোদ্দুর।
ঘামে ভিজা বৃষ্টি, “ছাতুর” জলের অভাবে
দিন কাটত আমার।
তোর আকাশে, চিল হয়ে উড়তাম,
সারা দিন টৈ টৈ, তবু রাতে তোর জানলায় বসতাম।
গল্প শুনতাম। সত্যি বলছি, হারিয়ে যেতাম।
ভয় আমার আগেও ছিল, এখনো আছে, ওটা থাকবেই।
এ ভয় তোকে ঘিরেই।
চোখ তোর অতল গহ্বর, আয়নায় ভয় পাই,
তাই নিজেকে তোর চোখে দেখতাম।
কিন্তু যখন হারিয়ে গেলি,
নিজেকে বোকাই মনে হল।
শহরে দুপুর, আমার চাদর,
রোদ্দুর আর রোদ্দুর।
ঘামে ভিজা বৃষ্টি, “ছাতুর” জলের অভাবে
দিন কাটবে আমার।