হঠাৎ হারালাম তোমায় ঘাসের ভিড়েতে,
হাসি গুলো মুঠোতে নিয়ে ছড়িয়ে দিলাম ধূলোতে,
স্মৃতিগুলো ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছি দেয়ালে।।
বালিশের এপাশ ওপাশ আমার দীর্ঘ শ্বাস,
তোমাকে হারানোর ভয়ে বেঁধে রাখি পশুটাকে,
আজ তোমার দরজায় পিশাচের ডাকে সাড়া দেও তুমি
আজ পিশাচ তোমার কানের তালুতে নিশ্বাস ছাড়ে
তোমার অস্তিস্ত ঝরা পাতা, ঝড়তেই থাকে !
অমাবস্যায় পূর্ণিমার স্বপ্ন দেখায় পিচাশ
শত আকুতি আর্তনাদ কে লাথি মেরে ছুটতে থাক
দিক শূন্য হয়ে....
যেন এক নতুন জীবনের খোঁজে
যেন এক নতুন আকাশের দিকে
আঁকড়ে রেখেছি বহুবার; কিন্তু আমি যে বসন্ত !
তাই হারিয়েছি তোমায় কৃষ্ণচূড়াতে