আমি যতবারই স্বপ্ন দেখি,
বাস্তব আমাকে ততবারই জুতোপেটা করে।
মাঝে মাঝে আবোল তাবোল জাল বুনি।
মাঝে মাঝে স্রষ্টার সাথে কথা বলি,
মাঝে মাঝে আমার বেঁচে থাকার মানে খুঁজি।
মাঝে মাঝে দিক ভ্রান্ত পথিকের মতো,
হাঁটতে থাকি।
আবার বুকের ধুক ধুক শব্দে থমকে দাড়াই।
আঁতকে উঠি.......।
আমি যতবারই স্বপ্ন দেখি,
বাস্তব আমাকে ততবারই জুতোপেটা করে।


তবুও স্বপ্ন দেখি,
বাঁচা-মরার, জীবন-যাতনার।
আমি তুমিতে ঘুড়ি বানিয়ে উড়িয়ে দেই আকাশে।
তবুও ক্লান্তির সুতো টেনে ধরে আমার কায়াকে।
হাজারো ক্লান্তির মাঝে আমার স্বপ্নের ঘুম
আমাকে প্রস্তুত করে, রক্ত ঝরা দিনের কর্মে।
আমি প্রতিদিন মরি, টুকরো টুকরো হয়ে,
দম বের হয়না স্বপ্ন দেখি বলে।
কাল সকালে আবারো রক্ত শ্রাণ শেষে,
সূর্যের পানে চেয়ে, বলতে চাই চীৎকার করে,
“চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর,
জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর.........”।