আবার আমি ভাসিয়ে দিলাম তোমায় মোহনায়,
সময়ের নদীতে এপার ওপার,  
স্মৃতির জোয়ারে ভাসাও আমায় বার বার
অন্ধকারে হাতরে ফিরি তোমায়
চাঁদ তারার দেশে।


কোথায় আছো মেয়ে? এই রাত তোমাকে খোঁজে।
সূর্য উঠলেই বিপরীতে ছুটো, নির্জনেই আমাকে ভালোবাসো।
ভালবাসা আজ সময়ে বন্দি, খাঁচার ভিতর লো-লুপ্ত।  


একই বিছানায় দু’জনের বাস,
কিন্তু দূরত্ব হাজার মাইল।
মধ্য বয়সে আমি, একটু বেশীই ব্যস্ত।
খুঁজিনা তোমার অস্তিত্ব, ফাইলের মোচরে।
নিজের শরীরে আজ নিজেই বন্দি,
দেখিনা তোমার ভেজা চুল, আলুথালু কাপড়, চোখ রাঙ্গানি, ঘুম পারানি।
দেখিনা তোমার  রেগে যাওয়া গাল, তোমার কপালে আমার চুম্বন,
দেখিনা আমাকে হারানোর হাসি, ঝগরুটি কেই ভালবাসি,
দেখিনা চুল, গাঁথা ফুল, খোঁপার নামেতে আটকেছো মন।
মধ্য বয়সে আমি, একটু বেশীই ব্যস্ত।।


কৈশোরের ক্যানভাসের স্বপ্ন গুলো,
আজ এক বিন্দুতে এসে ধিক্কার করে।
তুমি দাড়িয়ে হাসো দূরে মরীচিকার সাথে।
নিজেকে দেখেই ভয় লাগে আজ,
নিজ গণ্ডিতে আবদ্ধ
পারলে আমাকে ক্ষমা করে দিয়ো
মধ্য বয়সে আমি, একটু বেশীই ব্যস্ত।।