যখন দেখানোর মত কিছুই অবশিষ্ট থাকবে না,
তখন তুমি বিবস্ত্র হবে, নিজের গোপন বক্ষ দেখাবে।
যখন বলবার মত কিছুই থাকবেনা,
তুমি অশ্রাব্য ভাষায় গালি দেবে। তুমি থামবে না।


যখন চেতনার রাজপ্রাসাদ অভাবের টানে ভঙ্গ হবে,
তুমি আমাকে দোষী বানাবে।
তুমি তাও হারবেনা।


একবার হেরেই দেখো,
আলো বন্ধ করে রেখো, জোনাকি ম্লান করবে।
একবার খালিপায়ে হেটেই দেখো,
পকেট গরম করা জুতোজোড়া সব মিথ্যে।
একবার মন নরম করো, আমার গল্পে তুমি হাসবে।  


চিল হবে, অনেক উপড়ে উড়বে?
লাভনেই একাই মরতে হবে।
আমি নাহয় শালিক হবো।
জুটিতে ঘুরবো, জুটিতেই মরবো।
কি লাভ একা ছুটে।
দিন শেষে হায়, দিন গুলোই থাকবে,
সংখ্যা থাকবে কলমে।