সময় বিশ্বাস ঘাতক, আর বাস্তবতাই শত্রু।
সময়ের ধূলো সরিয়ে এখন সুধূই কিছু মুখ মনে পড়ে।
সময়ের ঝড়ে ধ্বংস স্তুপে চাপা আমি,
আর তোমাকে দেখি এই অন্ধ চোখ দিয়ে।
বহু কোলাহলের মাঝে আমার আর্তনাদ,
তুমি শুনতে কি পাও।
তোমার সাথে পাখির বাসায় গল্প করা।
তোমাকেই হাজার হাজার চিঠি লিখা,
আর অসময়ে তোমায় ভেবে হাসতে থাকা।
তুমি দেখতে কি পাও।
তোমার ফেলে আসা স্মৃতি,
আর সময়ে ঘুনে ধরা আমি।
এখন আমি নদীর ধারে একাই থাকি।
চাঁদের আলোয় একাই ভিজি।
প্রতিটা সকালে প্রার্থনা করি,
“আজ যেনো আমার শেষ দিন হয়”।
কিন্তু সময় যে বিশ্বাস ঘাতক।