বিমান দুর্ঘটনা
এবিএম আলমগীর হোসেন।
===================
বিমানে করে যাবে তোমরা
দূর পাহাড়ের দেশে,
কে জানতো এ যাওয়া তেই
ফিরবে লাশের বেশে।


অনেকে দিনের স্বপন যে
উঠবে পাহাড় বেয়ে,
হিমালয়ের চূড়ায় উঠে
হিম লাগাবে গায়ে।


আনন্দে আত্মহারা হয়ে ঐ
বিমানেতে বসে,
ছুটলো বিমান উঠলো শুন্যে
মন আনন্দে হাসে।


এসেই গেছি কাঠামান্ঠু তে
নামছি খানিক পর,
কাঁপছে কেন বিমান ওগো
সব হলো আঁধার।


জ্বলছে আগুন নিভছে স্বপ্ন
এই জীবনের তরে,
বিমনে চড়ে কেন সবাই যে
বিদেশ ভ্রমন করে?


তোমরা তো চলেই গেলে
অজানার ঐ দেশে,
আমারা থাকবো কেমন করে
দেখো একবার এসে।


শোকে আজ বাকহীন আমরা
পুরো বাঙালি জাতি,
ওপারে তোমরা ভালো থেকো
করছি এই আর্তি ।