স্বাধীনতা
এবিএম আলমগীর হোসেন।
====================
স্বাধীনতা সে তো লক্ষ মায়ের
অশ্রুর দান,
স্বাধীনতা সে তো মুক্তি সেনার,
বিজয়ের গান।


স্বাধীনতা সে তো বঙ্গবন্ধুর
৭ মার্চের আহ্বান।
স্বাধীনতা সে তো বাঙ্গালীর
মুক্তির জন্য আত্মদান ।


স্বাধীনতা সে তো জোয়ান ছেলের
লুকিয়ে যুদ্ধে যাওয়া,
স্বাধীনতা সে তো তাজা রক্ত দিয়ে
একটি মানচিত্র পাওয়া।


স্বাধীনতা সে তো পাকিস্তানের
শোষনের দিন,
স্বাধীনতা সে তো রক্তে মেটানো
মাতৃভূমির ঋণ।


স্বাধীনতা সে তো পাক দোসরের
উল্লাসের দিন,
স্বাধীনতা সে তো মুক্তি বাহিনীর
ছুটে চলার দিন।


স্বাধীনতা সে তো লাল-সবুজের
একটি পতাকা অর্জন।
স্বাধীনতা সে তো মুক্তিযোদ্ধার
অস্ত্রের গর্জন।


স্বাধীনতা সে তো নির্যাতিতা
মা-বোনের কাঁন্না।
স্বাধীনতা সে তো বুদ্ধিজীবীর
নিরবে মৃত্যুকে মানা।


স্বাধীনতা-স্বাধীনতা সেতো বাংলার
হাজার বছরের চাওয়া,
স্বাধীনতা তুমি এক সাগার রক্ত ঢেলে
মাতৃভূমি পাওয়া।