নিজেকে প্রশ্ন করি
কি ভালোবাসি আমি?
বেহেস্তি হুর, নাকি তোমাকে......
কি ভয় করি আমি?
দোযখের আগুন, নাকি কামনার উষ্ণতা ।
আমার দোষ কোথায় ছিল প্রভু
সেজদায় পাইনি তোমায় কভু ....
শুধুই ভাসলো তার মুখ;
প্রেয়সী লুটেরা, কেড়েছে আমার সমস্ত সুখ।
হায়রে প্রেয়সী আমার
কোথায় লুকিয়ে থাকো আমার প্রভুর মতো করে
খুঁজি তোমাকে আমার প্রতিটি অপূর্ণতায়
অবাক চোখে আকাশ দেখি, নক্ষত্র দেখি জিজ্ঞাসু দৃষ্টিতে  
প্রভু আমার প্রেয়সী হয়, নাকি প্রেয়সী আমার প্রভু হয়...
হে প্রভু তুমি নাহয় আমার প্রেয়সী হয়ে যাও
নিঃস্বার্থ ভালো বাসবো তোমায়  উজার করে
নাহ্! মোটেও দোযকের ভয়ে না, কিম্বা বেহেস্তের লোভেও না
ভালো বাসবো তোমায় অন্তরের টানে
শুধুই আমার মতো করে...
মন মজিয়ে অন্তর পুড়ে পুড়ে !!!